ভালোই কেটেছিল তো দিনটা একটু কম ঘুমিয়েই উঠে পড়েছিলাম পৃথিবীর মনগড়া কথোপকথোন এ যোগ দিতে. বাতাসের শোনা কথায় তোমার সাথে একটু মজা করতে, একটু ঝগড়া করতে, মন্দিরে গিয়ে তোমার কথায় প্রয়োজনের চেয়ে দ্বিগুন প্রসাদ পেয়েছি, ভাগ্গিশ ভগবান ঘুমিয়ে ছিলো, মশাই উঠে পড়ার আগেই কেটে পড়েছি, কিন্তু ছাড় পাইনি বাসায় এসেও, …