ফুলের দাগ

ব্রহ্মপুত্র
2 min readJan 23, 2021

ভালোই কেটেছিল তো দিনটা

একটু কম ঘুমিয়েই উঠে পড়েছিলাম পৃথিবীর মনগড়া কথোপকথোন এ যোগ দিতে.

বাতাসের শোনা কথায় তোমার সাথে একটু মজা করতে,

একটু ঝগড়া করতে,

মন্দিরে গিয়ে তোমার কথায় প্রয়োজনের চেয়ে দ্বিগুন প্রসাদ পেয়েছি,

ভাগ্গিশ ভগবান ঘুমিয়ে ছিলো,

মশাই উঠে পড়ার আগেই কেটে পড়েছি,

কিন্তু ছাড় পাইনি বাসায় এসেও,

কিছুক্ষনের মধ্যেই জন্মের ঘুম আসলো দিকবিদিক না দেখেই,

তোমাকে ছুঁতে না পারলাম, অন্তত একটু দেখতে তো দিতে পারতো,

কর্মফল বংশনাম আমার,

আর কোনোদিন বেশি খাবো না বাবা,

যাক তবু ঘুম থেকে উঠতে তো দিয়েছে মশাই,

কত লক্ষ মানুষ আজ আর নিশ্বাস নিয়েই বিদায় নিবে এই খেলাঘর থেকে,

কিন্তু আমার এমন হবে না,

তোমার মেসেজ দেখতে যমালয় থেকেও ফিরে আসবো-

“উঠে কল দিও”

দিলাম ভয়েস কল, পেলাম ভিডিও কল,

চোখটা ভরে গেলো প্রাচীন এক সুখে,

আমার সকল অঙ্গপ্রতঙ্গ থেমে যায় কিছুক্ষনের জন্য-

তোমাকে ধন্যবাদ দিতে,

কল কেটেও গেল একটু পরে, আর এক ঘণ্টা ঘুমিয়ে নেই,

কিন্তু একি,

পাকস্থলীতে হুট্ করে ঘমন্ত আগ্নেয়গিরির জেগে উঠার মতো করে

ক্ষুধা রাক্ষস জেগে উঠলো যেন…

একটু দাঁড়ান মশাই,

আমাকে এতো সহজে বোকা বানানোটা কোনদিনই সম্ভব ছিল না,

মানুষ বলে ভালোবাসায় পড়লে চিন্তা বুদ্ধি কাজ করে না,

আমি শুনে হাসি,

আগ্নেয়গিরি টা পাকস্থলীতে নয় এটা নিশ্চিত, আরেকটু উপরে হবে,

বুকের মধ্যেই হবে, কিছুদিন ধরেই এমন হচ্ছে,

তোমাকে বুকে জড়িয়ে ধরে কোনোভাবে নিভিয়ে নিচ্ছি ওই অসুরটাকে কিছুদিন ধরে,

কিন্তু এটা বুকেও নয়, আরেকটু উপরে হবে মনে হচ্ছে,

আমার ওই জলদস্যুর মতো চোখগুলোর মধ্যে তাহলে,

কি দস্যু বাবা!

ওদেরকে ভগবানের প্রসাদ দিয়েও শান্ত করা যায় না,

ওরা শুধু ফুলের দাগ দেখতে চায়,

তোমার সুগন্ধি জামায় ভগবানের আশির্বাদের পরিবর্তে শুভ্র ফুলের ঘেঁষে যাওয়া দাগ,

আমাকে তো আর ওই সুযোগ দিবে না,

এতো এতো জনম অপেক্ষা করে ফুল হয়ে যারা জন্মায়

তাদেরকেই দেয় একটু ছুঁয়ে দেখার সুযোগ,

শত লুকোচুরি করে…

Gatineau

06:55, 23 Janvier

--

--

ব্রহ্মপুত্র

author, poet, photographer, artist, data analyst, linguist… ………and last but not least ……… .… a failed priest…….